এনবিটিভি: ভাঙ্গড় থেকেই আব্বাস সিদ্দিকী রাজনৈতিক উত্থান হয়েছে।
আর সেখানেই তৃণমূলের বিরুদ্ধে সংযুক্ত মোর্চার সমর্থিত আব্বাস সিদ্দিকীর দল আইএসএফ প্রার্থী হচ্ছে।
ভাঙড় নিয়ে সবসময় গুঞ্জন উঠেছিল এবার ভাঙড়ে জিতবে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী দল। কিন্তু আব্বাস সিদ্দিকীর কর্মী-সমর্থকদের ভয় ছিল আরাবুলের জনপ্রিয়তায়। ভাঙড়ে আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলে আইএসএফ এর লড়াই কঠিন হয়ে যেত।
ভাঙ্গড়ের ভূমিপুত্র আরাবুল ইসলামকে তৃণমূল কংগ্রেস প্রার্থী না করায় আব্বাস সিদ্দিকীর দলের প্রার্থীর জয় নিশ্চিত হয়ে গেল। এমনটি দাবি ভাঙ্গড়ের সাধারণ মানুষের।
শোনা যাচ্ছে তৃণমূল ছাড়তে পারে আরাবুল, ফলে আব্বাস সিদ্দিকী যাকেই প্রার্থী করুক না কেন ভাঙড়ে তারই দল জিতবে এমনটি মনে করছেন রাজনৈতিক মহল ও।
তবে ভাঙ্গড়ের সাধারণ মানুষ ভাঙ্গড়ের ভূমিপুত্রকেই আব্বাস সিদ্দিকী দল আইএসএফ থেকে প্রার্থী হিসেবে দেখতে চাইছেন।