মনিপুরে অশান্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন বাসেলিওস ক্লিমিস

এনবিটিভি, ওয়েব ডেস্ক: মনিপুরে অশান্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন কেরল ক্যাথলিক আর্চবিশপ কাউন্সিলের প্রেসিডেন্ট কার্ডিনাল মার বাসেলিওস ক্লিমিস। তিনি বলেন, “মণিপুর নিয়ে মুখ খোলা উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। গোটা বিশ্বের সামনে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার উদাহরণ রাখা উচিত। ভারতের গণতন্ত্র আছে, এই বার্তা দেওয়ার এটাই সেরা সুযোগ ও সময়।”

তিনি আরও বলেন, “আমাদের সংবিধানে লেখা ধর্মনিরপেক্ষতা একটি আলংকারিক শব্দ নয় বরং প্রণীত দর্শন। আমাদের মহান সংবিধান যে কোনও ধর্ম পালনের অধিকার দেয়। কেন লুকিয়ে রাখা হচ্ছে এই ভাবনাকে? কেন্দ্রের উচিত নীরবতা ভঙ্গ করা এবং মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে হস্তক্ষেপ করা।” এইসঙ্গে তাঁর বার্তা, “কেউ যেন মনে না করে যে তারা ভারত থেকে খ্রিস্টধর্মকে মুছে ফেলবে।”

Latest articles

Related articles