স্বাধীনতার দিবসের দিন নতুন উপহার পেতে চলেছে অরুণাচল প্রদেশ।স্থানীয় বাসিন্দাদের অপেক্ষার অন্ত হতে চলেছে।হতে চলেছে নতুন বিমানবন্দর। অরুণাচল প্রদেশের প্রথম বিমানবন্দর ‘হলঙ্গি এয়ারপোর্ট’চালু হবে আগামী ১৫ আগস্ট।
উল্লেখ্য, রাজধানী ইটানগর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে তৈরি করা হয়েছে হলঙ্গী এয়ারপোর্ট।
এই বিমানবন্দরটিকে ‘গ্রিনফিল্ড এয়ারপোর্ট’ বলা হচ্ছে। ওয়াকিবহাল মহলের মতে, গ্রিনফিল্ড কথাটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ‘গ্রিনফিল্ড এয়ারপোর্টে’র মূল ধারণাটি হল, অনুন্নত এলাকায় বিমানবন্দর স্থাপনের মাধ্যমে ওই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটিয়ে আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটানো। এবং ওই এলাকার পার্শ্ববর্তী ও নিকটবর্তী অঞ্চল গুলিকেও নানান সুবিধা প্রদান করা।
প্রসঙ্গত, হলঙ্গী এলাকায় বিমানবন্দর তৈরি হওয়ার এর আগে এমন বড় মাপের আধুনিক নির্মাণযজ্ঞ আগে কখনওই হয়নি বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে, পশ্চিমবঙ্গের দুর্গাপুর এয়ারপোর্ট, মহারাষ্ট্রের শিরডি এয়ারপোর্ট, কেরালায় কান্নুর এয়ারপোর্ট এমনই গ্রিনফিল্ড এয়ারপোর্ট-এর উদাহরণ। ফলস্বরূপ হলঙ্গীতে এয়ারপোর্ট তৈরি হওয়ার মতো ঘটনা অরুণাচল প্রদেশের জন্য যেমন গর্বের বিষয়, তেমনই সমগ্র দেশের জন্যও তা ইতিবাচক বার্তা বহন করে। এমনকি এতদিন অরুনাচল প্রদেশ আসতে দূরদূরান্তের মানুষদের যেমন অসুবিধা হতো,এখন সেই অসুবিধাটা প্রায় হবেনা বলেই ধরা হচ্ছে।এমনকি যোগাযোগ ব্যবস্থা অনেক টাই সচ্ছল হবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা।