হোমের ৩০ জন মহিলাকে ‘দুয়ারে সরকার’ প্রকল্পের সুবিধা করে দিল আসানসোল পৌরসভা

উজ্জ্বল দাস, আসানসোল: আসানসোল পৌরসভার অন্তর্গত ইসমাইলের শক্তি সুধার গৃহহোমে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে হোমের 30 জন মহিলাকে হোমে দুয়ারে সরকার করে লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী থেকে বিভিন্ন প্রকল্প দিয়ে তাদের পাশে দাঁড়ালেন।

এই দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত ছিলেন এটিএম সঞ্জয় পাল, জেলাশাসক অভিজ্ঞান পাঞ্জা,  ডিপি আরডিও তমোজিৎ চক্রবর্তী -সহ অন্যান্য।  আধিকারিকদের তত্ত্বাবধানে দুয়ারে সরকারকে তাদের বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হয় তাদের হাতে।

Latest articles

Related articles