এনবিটিভি ডেস্ক, আসানসোল: আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে শুরু হল দু’দিনব্যাপী এক ক্রীড়া প্রতিযোগিতা । আসানসোল পুলিশ লাইন ময়দানে এই ক্রীড়া প্রতিযোগিতা চলবে। এই ক্রীড়া প্রতিযোগিতায় বেশ কয়েকটি ইভেন্ট রয়েছে এবং ইভেন্টগুলোতে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে পুলিশ কমিশনার পর্যন্ত প্রত্যেকেই অংশগ্রহণ করবেন। পুলিশ কমিশনার সুকেশ জৈন জানিয়েছেন পুলিশ কর্মীদের মধ্যে স্পর্টসমানশিপ বাড়ানো এবং ফিটনেস বাড়ানোর জন্যই এই উদ্যোগ। দুদিনের এই ক্রীড়া প্রতিযোগিতায় সমস্ত পুলিশ কর্মীদের মধ্যে চরম উৎসাহ দেখা গেছে।