সুপ্রিম কোর্টের বাইরে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা এক পুরুষ এবং মহিলার। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় দুই জন চিকিত্সাধীন। আদালত চত্বরের ভগবান দাস রোড এলাকায় এই ঘটনা ঘটেছে। দিল্লি পুলিশ সূত্রে খবর, কেন এই দু’জন আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে ঘটনাস্থল থেকে কেরোসিন উদ্ধার করেছে পুলিশ। সেটাই গায়ে লাগিয়ে আগুন ধরিয়েছিলেন ওই দু’জন। এমনটাই সন্দেহ পুলিশের।
দিল্লি পুলিশের ডিসিপি দীপক যাদব বলেন, ‘সুপ্রিম কোর্টের গেটে কর্তব্যরত পুলিশকর্মীরা বিষয়টি দেখে সঙ্গে সঙ্গে ছুটে যান। কম্বল দিয়ে আগুন নিভিয়ে গুরুতর অগ্নিদগ্ধ ওই দু’জনকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করেন।