নিউজ ডেস্ক : ভারতীয় হকির জন্য অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) একটা লজ্জাজনক দিন হয়ে থাকল রবিবার। কয়েক ঘণ্টার মধ্যে ভারতের পারফরম্যান্স একেবারে তলানিতে নেমে আসল! নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতেই রবিবার পুল ‘এ’ র ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন মনপ্রীত সিং অ্যান্ড কোং।
বর্তমানে বিশ্বের এক নম্বর অস্ট্রেলিয়ার কাছে দাঁড়াতেই পারল না টিম ইন্ডিয়া। অজিরা ৭-১ গোলে গুঁড়িয়ে দিল ভারতকে। উল্লেখ্য, গত কয়েক বছর হকিতে ভারতীয় দল যেভাবে পারফর্ম করেছে তাতে ভক্তদের মধ্যে আসার সঞ্চার হয়েছিল অলিম্পিককে ঘিরে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেভাবে নাস্তা নাবুদ হল তাতে সেই আশা অনেকটাই ধাক্কা খেল তা বলা বাহুল্য। ইতিমধ্যেই ব্যক্তিগত বিভাগে ভারতের হয়ে প্রথম পদক জয় করেছেন মিরাভাই চানু।
অলিম্পিক হকিতে এক সময় স্বর্ন পদকের অন্যতম দাবিদার ছিল ভারত। তবে সেই দিন আর নেই। এখন ভারত আগের মতো অতটা শক্তিশালী দাবিদার নেই। তবুও সেই পুরনো দিন ফিরে পাওয়ার স্বপ্ন এখনও দেখেন ভারতের হকি প্রেমীরা।