টি২০ বিশ্বকাপঃ দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

এনবিটিভি ডেস্কঃ  আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান আইসিসি  টি২০  ক্রিকেট  বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

 

টসে জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চ বলেন, “আমরা প্রথমে বোলিং করব, খেলা চলাকালীন উইকেটের খুব একটা পরিবর্তন হবে না,  এই পিচটি আইপিএলের মতোই আছে,খেলতে কোনও অসুবিধা হবেনা।”

অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন,”আমাদের বোর্ডে রান রাখতে হবে এবং তারপরে এটি রক্ষা করতে হবে। এই দলটির নেতৃত্ব দেওয়া সম্মানের বিষয়।”

উল্লেখ্য,অস্ট্রেলিয়া পাঁচটির মধ্যে চারটি ম্যাচ জিতে গ্রুপ-১ তে দ্বিতীয় স্থানে রয়েছে এবং পাকিস্তান পাঁচটি ম্যাচ জিতে সুপার ১২পর্বের গ্রুপ-২  এর শীর্ষে রয়েছে ।এই ম্যাচে যারা জয় লাভ করতে পারবে তারাই পারবে  ফাইনাল খেলার সুযোগ নিউজিল্যান্ডের সঙ্গে।

 

অস্ট্রেলিয়া দলের ১১ জন: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেট রক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

পাকিস্তান দলের ১১ জন: মোহাম্মদ রিজওয়ান(উইকেট রক্ষক), বাবর আজম(অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলী, হারিস রউফ, শাহীন আফ্রিদি।

Latest articles

Related articles