আতিক আহমেদের বোন ও ভাইয়ের স্ত্রীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

আতিক আহমেদের বোন আয়েশা নুরি এবং তার ভাই আশরাফের স্ত্রী জয়নব ফাতিমার ধরিয়ে দেওয়ার জন্য ২৫০০ রুপি পুরস্কার ঘোষণা করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

জানা যায়,  ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রয়াগরাজে সংঘটিত উমেশ পাল হত্যা মামলায় এ দুজনকে অভিযুক্ত করা হয়েছে। আতিকের স্ত্রী শায়েস্তা পারভীনকে ধরিয়ে দেওয়ার জন্যে ইতিমধ্যেই ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

ওই হত্যাকান্ডের পর থেকেই তিনজনই পলাতক বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, প্রয়াগরাজে আতিক আহমেদ ও আশরাফকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে।

Latest articles

Related articles