বিশ্ব মাদক বিরোধী দিবসে সচেতনতা শিবির জঙ্গিপুরে

আব্দুস সামাদ জঙ্গিপুর:- মাদকাশক্তি আমাদের সমাজে একটি বড় সমস্যা।  আজ ২৬ শে জুন বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে উমরপুর রি লাইফ নেশা মুক্তি কেন্দ্রর উদ্যোগে ও  রঘুনাথগঞ্জ থানার সহযোগিতায় মানুষকে সচেতন করতে ও নেশামুক্ত সমাজ গড়তে এবং মাদক সেবন ও অবৈধ পাচারের বিরুদ্ধে একটি সভার আয়োজন করেন।উপস্থিত ছিলেন এসডিপিও বিদ্যুৎ তরফদার,থানার ic পার্থ ঘোষ এছাড়াও অন্যান্য পুলিশ কর্মী সহ উমূর্পুর রি লাইফ সংস্থার অন্যান্য সদস্য বৃন্দ। আজকের এই সচেতনতা শিবির থেকে মাদকে আশক্ত ব্যাক্তিদের উদ্দেশ্যে সচেততামূলক বার্তা দেন।

Latest articles

Related articles