
পানাগড় কান্ডের ৪ দিন পর অবশেষে পুলিশ গ্রেপ্তার করলো বাবলু যাদবকে। আসানসোলের নিঘা থেকে পুলিশ এই ব্যক্তিটিকে গ্রেপ্তার করে। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, ধৃতকে দুর্গাপুর আদালতে হাজির করা হবে।
অভিযোগ ওঠে, এক মহিলা গাড়ি চালককে, মদ্যপ অবস্থায় কিছু যুবক ধাওয়া করে। অভিযোগ, অশ্রাব্য ভাষায় ক্রমাগত মহিলা গাড়ি চালককে উত্ত্যক্ত করতে থাকে ওই যুবকরা। তাদের হাত থেকে বাঁচতে, ভুল পথে গাড়ি নিয়ে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই যুবতীর।
তবে যুবতী গাড়ি চালককে উদ্দেশ্য করে যে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল, তা খারিজ করেছে পুলিশ। পুলিশ দাবি করেছে, দুটি গাড়ির মধ্যে রেষারেষির কারণে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। তবে ঠিক কোন কারণে বাবলু যাদবকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনো স্পষ্ট করে পুলিশের তরফ থেকে জানানো হয়নি।
জানা যাচ্ছে, ওই দুর্ঘটনায় মৃত যুবতী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়িতে থাকা বাকি তিন আরোহীকে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এরপরেও তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে খুব একটা সন্তুষ্ট বোধ করছে না মৃতার পরিবারের লোকজনরা।