বুধবার আশা কর্মীর হাতে প্রাণ বাঁচল মা ও শিশুর। হাসপাতালের সঠিক পরিকাঠামো এবং রাস্তাঘাটের মান অনুন্নত থাকার কারণে ওমনি ভ্যানেই প্রসব করলেন এক গর্ভবতী।
জানা যাচ্ছে, পাকুড়সেনী থেকে মকরামপুর গ্রামীণ হাসপাতালে যাচ্ছিলেন আশা কর্মী মানসী মাত্র। মানসীর জানান, ভোর তিনটা নাগাদ তাকে জানানো হয়, পাকুড়সানি আদিবাসী পাড়ার সোনালি সিং নামক এক মহিলার প্রসব যন্ত্রণা উঠেছে। মানসী তৎক্ষণ অ্যাম্বুলেন্সের খবর দেন। কিন্তু ভোর পাঁচটা অব্দি অ্যাম্বুলেন্সের দেখা মেলে না। এরপর এক প্রকার বাধ্য হয়ে ওমনি ভ্যানেই নিয়ে যেতে হয় প্রসূতি মহিলাকে। তবে প্রায় ৫৫ মিটার গাড়ির চলার পর, শেষমেষ গাড়িতেই প্রসব করেন ওই মহিলা।

আশা কর্মী মানসী মাত্র এও জানান, প্রথমদিকে কাঁদছিল না ওই সদ্যোজাত। তা দেখে মায়ের পেটে সত্যজাতকে শুইয়ে পিঠের মধ্যে সজোরে থাপ্পড় মারতে থাকে। বেশ খানিকক্ষণ থাপ্পড় মারার পর কেঁদে ওঠে সদ্যোজাত।