
সাম্প্রদায়িক বিদ্বেষের জেরে আবারো উত্তরাখণ্ডের রুদ্রপুর অঞ্চলের উধম সি নগরে এক মুসলমান ব্যবসায়ীকে হতে হল চূড়ান্ত হেনস্থার শিকার। ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে কিছু বজরং দলের সমর্থকরা মুসলমান ব্যবসায়ির দোকানে ঢুকে হুমকি দিচ্ছে। মুসলিম দোকানদারকে বলা হচ্ছে, দোকানের নাম পরিবর্তন করার জন্য। উত্তরাখণ্ডে বজরং দল দ্বারা চারিদিকে চূড়ান্ত নৈরাজ্য চলা সত্বেও কেন এখনো পর্যন্ত চোখ করে রয়েছে উত্তরাখণ্ডের প্রশাসন? উঠছে প্রশ্ন।