টোকিও: ভারতের পদক সংখ্যা বাড়ালেন বজরং পুনিয়া। টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতলেন ভারতীয় কুস্তিগির। কাজাখস্তানের দাউলেত নিয়াজবেকোভকে হারিয়ে দেন তিনি। ৮-০ ব্যবধানে জয় পেলেন বজরং। ৬৫ কেজি ফ্রি স্টাইল বিভাগে এই জয় কুস্তিগীরের।
ব্রোঞ্জ জয়ের ম্যাচে বিপক্ষকে দাঁড়াতেই দিলেন না বজরং। একের পর এক পয়েন্ট তুলে নেন তিনি। সহজেই জয় পেলেন ভারতীয় কুস্তিগির।
এর ফলে ভারতের পদক সংখ্যা দাড়াল ৬। রুপো ২টি ও ৪টি ব্রোঞ্জ জিতেছেন ভারতের অলিম্পিয়ানরা। তবে এখনও সোনার মুখ দেখেনি ভারত।