
ফাজিল পরীক্ষায় প্রথম বর্ষে নজির গড়লেন আল ফারাহ মিশনের বাকিবিল্লাহ গায়েন। দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা গায়েন। ছোট থেকে অভাবের সংসারে মানুষ হয়েছেন গায়েন। সাধারণ জীবন অতিবাহিত করেও গায়েনের মধ্যে ছিল দু’ চোখ ভরা স্বপ্ন। এই স্বপ্নের জোরেই ফাজিল পরীক্ষায় প্রথমবার অংশগ্রহণ করে,

রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করলেন, হুগলির আল ফারাহ মিশন পরিচালিত দারুন্নেদা সিদ্দিকীয়া মাদ্রাসার ছাত্র বাকিবিল্লাহ গায়েন। গায়েনের বাবা এলাকার এক মসজিদের ইমাম। গায়েনের এই সাফল্যে পরিবারের লোক সহ সকল এলাকাবাসী অত্যন্ত খুশি।