
আবারও এক সংখ্যালঘুর হাত ধরে ভারতের মুকুটে যুক্ত হল গৌরবময় পলক। ভারতের সাহিত্য জগতে নজির গড়লেন কন্নড় লেখিকা বানু মুস্তাক। আন্তর্জাতিক সাহিত্য মেলায় বুকার পুরস্কার জিতে, ভারতের গৌরবময় সাহিত্যের ইতিহাসে যুক্ত করলেন এক নতুন পলক। ‘হার্ট ল্যাম্প’ নামক ছোট্ট গল্প সংস্করণের জন্য মুস্তাক ‘বুকার’ পুরস্কারে সম্মানিত হন। মুস্তাক প্রথম কন্নড় লিখিত যিনি ‘বুকার’ পুরস্কা জয় করলেন।