অবশেষে ভারতে লঞ্চ হল ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। গত ২ জুলাই শুক্রবার এই ভিডিয়ো গেম আনুষ্ঠানিক ভাবে জনসাধারণের জন্য লঞ্চ হয়েছে। ইতিমধ্যেই ১০ মিলিয়ন ইউজার এই গেম ডাউনলোড করে ফেলেছেন। লঞ্চের পরই ব্যাপক সাফল্যের জন্য গেমারদের ধন্যবাদ জানিয়েছে এই ভিডিয়ো গেমের নির্মাণ সংস্থা ক্র্যাফটন। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ভারতে নিষিদ্ধ হয়েছিল পাবজি মোবাইল ইন্ডিয়া গেম। তারপর বহুদিনের অপেক্ষার শেষে এবার পাবজির মতোই ফিচার সম্পন্ন নতুন ব্যাটেল রয়্যাল ভিডিয়ো গেম ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া ভারতে লঞ্চ করেছে দক্ষিণ কোরিয়ার সংস্থা ক্র্যাফটন।
গত ১৮ মে এই গেমের প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছিল। তার একমাসের মধ্যেই বিটা টেস্টিংয়ের জন্য চালু হয় গেমের ‘আর্লি অ্যাকসেস’ ফেজ।