ভাঙ্গড়ে তৃণমূল দূষ্কৃতী ও র‍্যাফের হাতে আক্রান্ত ভাঙ্গড়ের আইএসএফ প্রার্থী নওসাদ সিদ্দিকী

ভাঙ্গড়ে তৃণমূল দূষ্কৃতী ও র‍্যাফের হাতে আক্রান্ত ভাঙ্গড়ের আইএসএফ প্রার্থী নওসাদ সিদ্দিকী এবং আইএসএফ কর্মী সমর্থকেরা। আইএসএফের কর্মীরা এনবিটিভির রিপোর্টারদের জানান যে আজকে ভাঙ্গড়ে আইএসএফের সভাকালীন তৃণমূল দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হয় আইএসএফের কর্মীরা এবং সেটার জন্য ভাঙ্গড় থানায় অভিযোগ দায়ের করতে গেলে থানার মেজো বাবুর আদেশে নওসাদ সিদ্দিকী কেও মারধর করে র‍্যাফ বাহিনী বলে অভিযোগ। এখনো অব্দি ভাঙ্গড় থানার সামনে নওসাদ সিদ্দিকী সহ হাজারো আইএসএফ কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন।

Latest articles

Related articles