সালানপুরে ট্রেলারের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু

উজ্জ্বল দাস, আসানসোলঃ  আসানসোলের সালানপুর থানার আল্লাডি মোড়ের কাছে চিত্তরঞ্জন থেকে আসানসোল যাওয়ার প্রধান রাস্তার উপর রবিবার গভীর রাতে ট্রেলারের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হল।

জানা গিয়েছে, আসানসোলের দিক থেকে আসা একটি লোহার রড ভর্তি ট্রেলার ঝাড়খন্ডের দিকে যাবার সময় আল্লাডি মোড়ের কাছে কালীপাথরের বছর ৩৫ -এর বাসিন্দা  প্রাণেশ দাস রূপনারায়নপুরে রাস্তার ওপর পড়ে গেলে একটি ট্রেলার তাঁর ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। তারপর ঘটনাস্থলে পৌঁছায় রূপনারায়নপুর ফাড়ির পুলিশ। মৃত যুবককে উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

Latest articles

Related articles