রানীনগরে অ্যাম্বুলেন্সর ধাক্কায় জখম বাইক আরোহী, ভর্তি হাসপাতালে

এনবিটিভি ডেস্ক: অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত বাইক চালক। আহত ব্যাক্তির নাম সাহাবুল সেখ (৩০)। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগর বাসষ্ট্যান্ড এলাকায়। যদিও আহতের বাড়ি ডোমকলের পার রঘুনাথপুর এলাকায়।

জানা গেছে, ডোমকল থেকে রানীনগরে বাইকে ব্যবসা সূত্রে যাচ্ছিল ওই ব্যাক্তি। বিপরীতমুখী সেখপাড়া থেকে রানীনগরে রোগী পৌঁছে দিয়ে ফিরছিল অ্যাম্বুলেন্সটি। হঠাৎই অসাবধানতা বসত সামনাসামনি ধাক্কা লাগে। ঘটনায় জখম হন সাহাবুল। স্থানীয় মানুষ এবং অ্যাম্বুলেন্স চালক  যুবককে উদ্ধার করে গোধনপাড়া গ্রামীন হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন।

Latest articles

Related articles