সরে দাঁড়ালেন বিমান CPIM এর নতুন রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিম

এনবিটিভি ডেস্ক: আজ CPIM এর রাজ্য সম্পাদক হিসাবে দায়িত্ব নিলেন বামফ্রন্টের অন্যতম মুখ মহাম্মদ সেলিম। আজ সাংবাদিক বৈঠক করে সিপিআইএম এর বিভিন্ন পদের নাম ঘোষনা করা হয়। রাজ্য সম্পাদক হিসেবে উঠে আসে মহাম্মদ সেলিমের নাম।

দীর্ঘ দিন ধরে রাজ্য সম্পাদক হিসাবে পদে ছিলেন বর্ষীয়ান নেতা বিমান বসু। কিন্তু এই বিধানসভায় সিপিআইএম এর ব্যাপক মাত্রায় হার হয়। এই হারের কারন হিসাবে অনেকেই আঙুল তোলে বিমান বসুর ওপর। জানা গিয়েছে, তিনি নিজে থেকে এই পদ থেকে সরে এসেছেন। নতুন মুখদের সুযোগ করে দিতে চাইছেন প্রবীনরা। শুধু বিমান বসু নয় বিভিন্ন পদ থেকে সরে গেছেন সূর্যকান্ত মিশ্র, রবিন দেব ও গৌতম দেবের মতো হেভি ওয়েট এর ব্যক্তিরা। আর রাজ্য কমিটিতে নতুন পদ পেয়েছে শতরুপ ঘোষের মতো তরুণরা।

জানা গিয়েছে, রাজ্য কমিটিতে কোনো পদে থাকতে হলে বয়স ৭২ এর মধ্যে হতে হবে আগে যেটা ছিল ৮০র বেশি। ‘সিপিআই এম’ এর এই সিদ্ধান্তকে অনেকেই সাধুবাদ জানিয়েছে। অনেকের মত, নিজেদের পুরনোপন্থা ছেড়ে নবীনদের জায়গা করে দিতে চাইছে।

Latest articles

Related articles