ছেলের হাতে খুন জন্মদাত্রী মা, শোকের ছায়া এলাকায়

ছেলের হাতে খুন জন্মদাত্রী মা। ছেলেকে নেশার টাকা না দেওয়ায় খুন হতে হয় মাকে।এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটে ভাটপাড়া পুরসভার কাকিনাড়ার নয়াবাজার এলাকায়।


রবিবার সকালে মাকে খুন করে চম্পট দেওয়ার সময় যদিও অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় বাসিন্দার। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে খবর।


তবে অভিযুক্তর কাছে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল, তা নিয়ে প্রশ্ন উঠছে।


উল্লেখ্য, ভাটপাড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাকিনাড়া নয়াবাজার ৫ নম্বর সাইডিং এলাকার বাসিন্দা সালেমা বিবি ও তার ছেলে নিশার। এদিন সকালে নেশারগ্রস্ত অবস্থায় তার মায়ের কাছে নেশা করার জন্য আরও টাকা চাইতে শুরু করে সে।টাকা না পেয়ে নিশার তার মায়ের কপাল লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।


তবে পরিবার সূত্রে খবর, তার মাকে কোনও ভাবে মারার উদ্দেশ্য তার ছিল না।মজার ছলেই মায়ের মাথায় বন্ধুক ঠেকিয়ে ছিল।কিন্তু হঠাৎ করেই সেটি চলে যাওয়ায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সালমা বিবির।ভয় পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে নিশার। কিন্তু লাভ হয়নি। এলাকাবাসী তাকে ধরে ফেলে। পরে পুলিশের হাতে তুলে দেয় তাকে।তবে তার কাছে ঠিক কি ভাবে এই বন্দুক এল তা খতিয়ে দেখছে পুলিশ।

Latest articles

Related articles