রাজ্য থেকে আবারো বন্ধ হল একটি কারখানা। এবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর থেকে উঠে গেল বিস্কুটের কোম্পানি। কোম্পানি উঠে যাওয়া মাত্র চাকরি-হারা হল ৪০০ থেকে ৫০০ জন কর্মী। কোম্পানির মালিকের শ্রমিকরা আবেদন করা সত্ত্বেও মেলেনি কোন সুরাহা।
অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারপরেও বাংলায় নতুন বিনিয়োগ তো দুর হস্ত, বন্ধ হয়ে যাচ্ছে বাংলার কল কারখানা, অর্থাভাবে উঠে যাচ্ছে নামি বেনামি প্রতিষ্ঠান। এর প্রভাবে আগামী প্রজন্মের কর্মসংস্থানে গভীরভাবে প্রভাব পড়েছে। বাংলায় ক্রমাগত বেড়ে চলেছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা।