উজ্জ্বল দাস, আসানসোলঃ কাঁকসায় ১০০ দিনের কাজ কে কেন্দ্র করে স্বজনপোষণের অভিযোগ উঠল কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্য মনভাওতি দেবী কাঁকসার বিডিওর কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ জানান। তার অভিযোগ কাঁকসা গ্রাম পঞ্চায়েতের নম্বর সংসদের 100 দিনের কাজের জন্য তিনি যে সুপারভাইজার নিয়োগ করেছিলেন, সেই সুপারভাইজারকে সরিয়ে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং তার নিজের পছন্দমত সুপারভাইজার কে নিয়োগ করেন। যেহেতু তিনি বিজেপি মনোনীত পঞ্চায়েত সদস্য সেই কারণে তার নিয়োগ করা সুপারভাইজার কে সরানো হয়েছে বলে তার অনুমান। কাঁকসা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রধান শুক্লা সিং অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন পঞ্চায়েত সদস্য যে সুপারভাইজার নিয়োগ করেছিলেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করে এলাকাবাসী। এলাকার বাসিন্দারা প্রধানের দ্বারস্থ হন সুপারভাইজার বদলানোর জন্য। সেইমতো এলাকাবাসীর আবেদনে পঞ্চায়েত সদস্য কে ডেকে পাঠানো হয় অফিসে। কিন্তু তিনি অফিসে না আসার জন্য বাধ্য হয়ে তাঁকে ১০০ দিনের কাজে নিযুক্ত সুপারভাইজারকে সরিয়ে তিনি অন্য একজন সুপারভাইজার কে নিয়োগ করেন।
Popular Categories