উজ্জ্বল দাস, আসানসোলঃ বারাবনিতে বিজেপির যুব মোর্চার নেতার উপর হামলার প্রতিবাদে আসানসোলের কুমারপুরে পুলিশ কমিশনারের দ্বারস্থ হল বিজেপির প্রতিনিধি দল। বুধবার পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তমের সঙ্গে দেখা করেন তাঁরা।
প্রসঙ্গত, মঙ্গলবার বারাবনির ছাতা ডাঙাল গ্রামে বিজেপির মহিলা মোর্চার নেতা বাপি প্রধানকে মারধর করা হয়। এর পাশাপাশি বাপি প্রধানের মাকেও মারধর করা হয় বলে অভিযোগ। যদিও অভিযোগের তীর তৃণমূলের দিকে।
এদিন এই ঘটনার প্রতিবাদে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার আহ্বায়ক শিবরাম বর্মণ, বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বরা সুধীর কুমার নীলকান্তমের সঙ্গে দেখা করেন। আগামী দিনের মধ্যে এই ঘটনায় জড়িতদের গ্রেফতারেরও দাবি জানিয়েছেন তাঁরা।