
বাংলার রক তারকা রূপম ইসলাম লিখেছিলেন, “তুমি অপোজিশন হলেও,
আমি বিক্রি তোমার দলে
ছলে বলে ও কৌশলে,
তোমায় ভালোবাসবো বলেই এসব”
তার লেখার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে বঙ্গীয় রাজনীতির প্রেম রস।

তৃণমূল কর্মীর স্ত্রী নিয়ে পলাতক বিজেপি নেতা। এখনো পর্যন্ত পরিবারের লোক সহ মহিলার স্বামী ঘটনাটিকে পুরোপুরি ভাবে মেনে নিতে পারছেন না। মহিলাটির বাড়িতে রয়েছে ছোট্ট দুটি সন্তান। অপরদিকে বিবাহিত বিজেপি নেতা। বিবাহ বহির্ভূত এই সম্পর্কের কারণে, দুজনের পরিবারই অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছে। ঘটনাটি ঘটেছে মালদা এলাকার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। ঘটনাটি প্রকাশ্যে আসা মাত্র রীতিমতো সরগল পড়েছে নেট দুনিয়ায়।