এনভিটিভি, ওয়েব ডেস্ক: রাস্তায় বসে থাকা আদিবাসী যুবকের মুখে প্রস্রাব করার অভিযোগ মধ্যপ্রদেশের এক বিজেপি নেতার বিরুদ্ধে। সেই সংক্রান্ত একটি ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিয়ো ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ঝড় উঠেছে। সরব হয়েছে বিরোধীরা। মঙ্গলবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, একটি দোকানের সিঁড়িতে বসে রয়েছেন আদিবাসী এক যুবক। প্রবেশ শুক্লা নামক ওই ব্যক্তি টলতে টলতে আসছেন। মদ্যপ অবস্থায় তিনি রাস্তার ধারে এক ব্য়ক্তির সামনে এসে দাঁড়ান, তাঁর হাতে সিগারেট ধরা ছিল। রাস্তার ধারে বসেছিলেন দশমত রাভাত নামক এক ৩৬ বছর বয়সী ব্যক্তি। তাঁর সামনে দাঁড়িয়ে প্যান্টের চেন খুলে তাঁর মুখে প্রস্রাব করতে থাকেন অভিযুক্ত প্রাবেশ শুক্ল।
The child who was urinated on is a Tribal.
— Korkadu Ashok (@dharunkumaran) July 4, 2023
After peeing, Pravesh Shukla, representative of #BJP MLA in MP's Sidhi district, got the boy's father to sign an affidavit that the video was fake. The #BJP government in #MadhyaPradesh is doing such things.
Thank You @Samiksh50622996 pic.twitter.com/sbvpKovkWQ
কংগ্রেসের দাবি, ওই ব্যক্তি স্থানীয় বিজেপি বিধায়ক কেদারনাথ শুক্লার প্রতিনিধি। সেইসঙ্গে বিজেপি সরকারকে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। তারইমধ্যে ঘটনায় তদন্তের নির্দেশ দেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। অভিযুক্তের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনেও মামলা দায়েরের নির্দেশ দেন তিনি। তারপর মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ২৯৪, ধারা ৫০৪ এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে।