
এসএসসি নিয়োগ দুর্নীতির প্রতিবাদে তৃণমূল নেতাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তিনি বলেন, যারা চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন, টাকা ফেরত না দিলে তাদের ঘাড় ধরে আদায় করা হবে। রামসাগরে এক দলীয় সভায় তিনি জানান, অনেকেই তৃণমূল নেতা হয়ে চাকরি করিয়ে দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন, কিন্তু চাকরি হয়নি। সেই টাকা ফেরত পেতে চাকরিপ্রার্থীদের পাশে থাকবেন বলে জানায় বিজেপি বিধায়ক অমরনাথ শাখা।
এদিকে ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তৃণমূল নেতা অভিরুপ খাঁ পাল্টা জানান ,অমরনাথ শাখা এলাকার উন্নয়নের জন্য কিছু করেনি। এমনকি বালির খাদ ও অন্যান্য কাজে তিনি তোলা তুলছেন বলেও অভিযোগ করেন।

অন্যদিকে, নিয়োগ দুর্নীতির জেরে চাকরি হারানো ২০১৬ সালের গ্রুপ সি ও ডি কর্মীরা করুণাময়ীতে অবস্থান ও অনশন শুরু করেন। ২৬ এপ্রিল মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর মামলার মীমাংসা না হওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রী মাসিক ভাতার প্রতিশ্রুতি দেন। বৃহস্পতিবার পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যাযের সঙ্গে বৈঠকের পর অনশন প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।