উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত কল্যাণ সিং এর শেষ যাত্রায় পতাকা বিতর্ক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। তাতে দেখা যাচ্ছে কল্যাণ সিং এর মরদেহ যে কাঁচের বাক্সের মধ্যে রাখা হয়েছে তা জাতীয় পতাকা দিয়ে ঢাকা কিন্তু তার একদিকে জাতীয় পতাকার ওপরে দেখা যাচ্ছে বিজেপির দলীয় পতাকা। ছবিতে দেখা যাচ্ছে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ড। বিজেপি টুইটার হ্যান্ডেল থেকে এই ছবি পোস্ট করার পরে থেকে শুরু হয় বিতর্ক দেশের পতাকা আগে দলীয় পতাকা আগে প্রশ্ন তোলে কংগ্রেস। বিজেপির জবাবদিহি চেয়েছেন কংগ্রেস সাংসদ শশী তারু। সমালোচনায় সরব সমাজবাদী পার্টি সহ বিজেপি বিরোধী বিভিন্ন দল।