দেশ জুড়ে করোনার প্রকোপে দিশেহারা হয়ে পড়েছে দেশবাসী। হাসপাতালে বেড, অক্সিজেন, রক্ত, প্লাজমা খুঁজতে খুঁজতেই প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। এরই মাঝে একদল ছাত্রযুব দল, জাত পাত ধর্মের উর্ধে উঠে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে সেইসব মানুষের পাশে থাকার।
এমতবস্থায় সমস্যায় পড়েছে থ্যালাসেমিয়া আক্রান্তরা যাদের নিয়মিত রক্তের প্রয়োজন। The Thalassemia Society of India আলিপুর থেকে ভাঙড়ের এই দামাল ছাত্রযুবরা জানতে পারে তাদের থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদের জন্য রক্তের প্রয়োজন। সেই কারণেই বাচ্চাগুলোর মুখের হাসি অব্যহত রাখতে কড়া লকডাউনের মাঝেও ঈদের পর প্রশাসনের সহযোগিতা ও জাহাঙ্গীর আলম বা পাপ্পুদার বদান্যতায় কোভিড বিধি মেনে ভাঙড়ে আজ একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজকের এই রক্তদান শিবিরে প্রায় ১০০-র অধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।