খোলা আকাশের নীচেই পড়ে নস্ট হচ্ছে আবেদন পত্রের গুচ্ছ বান্ডিল। এই ছবি উঠে এসেছে ডেবরা ব্লক অফিসের নতুন বিল্ডিংয়ের ওপর তলায় ব্লক খাদ্য বিভাগের অফিসের সামনে। যেখানে লক্ষ্য করা যাচ্ছে বান্ডিল বান্ডিল ভর্তি কাগজ আকাশের নীচেই পড়ে রয়েছে। রোদ জল লেগে তা একপ্রকার নস্ট হয়ে গিয়েছে। আর এই নিয়েই সরব হয়েছে বিজেপি। বিজেপি নেতা গোপাল রাও ইতিমধ্যেই তা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে লিখেছেন “ডেবরা ব্লক খাদ্য সরবরাহ বিভাগ দপ্তরে মানুষের জমা করা পুরানো কাগজপত্র বেহাল অবস্থায় ছাদের মধ্যে পড়িয়া আছে”। যদিও এ বিষয়ে ফুড ইন্সপেক্টর জানিয়েছেন, ‘এগুলো সবই পুরানো কাগজ। সমস্ত কিছু এন্ট্রি হয়ে আছে।তাই ওই ভাবে পড়ে আছে। আমরা দপ্তরে জানিয়ে এগুলো নস্ট করে দেবো।’ যদিও এই নিয়ে প্রশ্ন উঠছে এগুলো নতুন আবেদন না পুরানো? আর দপ্তরের বাইরে কেনই বা এভাবে আকাশের নীচে পড়ে থাকবে? এই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।