অভয়া মঞ্চের জমায়েতের ডাক
আর জি করের নির্যাতিতা চিকিৎসকের জন্মদিনে
RG করের নির্যাতিতা চিকিৎসকের জন্মদিন ৯-য় ফেব্রুয়ারি রবিবার,বিশেষ জমায়েতের ডাক অভয়া মঞ্চের।
নিহত চিকিৎসকের জন্মদিন কে সামনে রেখেই আর জি কর মেডিক্যালে আসতে স্বাস্থ্য সচিবকে নাগরিক সমাজের আমন্ত্রণ। আমন্ত্রণ পুলিশ-সিবিআই আধিকারিকদেরও।
অভয়ার মা-বাবা বলেছেন “আমাদের এখন বেঁচে থাকার একটাই উদ্দেশ্য মেয়ের ন্যায় বিচার পাওয়ার লড়াই , আমাদের সাথে আমাদের বৃহত্তর পরিবারের সকলে এইদিন আন্দোলনে উপস্থিত থাকবেন এটুকুই অনুরোধ এই শোকাহত সর্বহারা মা বাবার “।