এনবিটিভি: দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। আর এরই মাঝে রাজনীতির ময়দান ওলট পালট।গতকাল তৃণমূল সরকারের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আর সেই প্রার্থী তালিকা ঘিরেই শুরু হয়েছে গোষ্ঠীদ্বন্দ,দল ছেড়ে অনেকেই যোগ দিচ্ছেন অন্য দলে।তারই হাতে গরম উদাহরণ রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের 59 নম্বর বিধানসভার সমাজসেবী নাসির শেখ সহ অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক যোগদান করলেন জাতীয় কংগ্রেসে।নাসির সেখ রঘুনাথগজ্ঞ বিধানসভার 15 নম্বর ব্লকের পঞ্চায়েত প্রধান পদে আসীন রয়েছেন।তাঁর মতামত জানতে চাইলে তিনি বলেন: “আজকের পর রঘুনাথগঞ্জে আর কোনোদিন তৃণমূলের নাম শোনা যাবেনা,সমুদ্রতে তলিয়ে যাবে,এই দলটাই আর থাকবেনা।”
Related articles