স্কুলের সামনে গাড়িবোমা বিস্ফোরণ ; আহত 150

স্কুল থেকে ফেরার পথে গাড়িবোমা বিস্ফোরণে ছিন্নভিন্ন  ৫৮ জনের দেহ। আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার সন্ধেয় ঘটনাটি ঘটে। আহত হয়েছেন অন্তত ১৫০ জন। বেশীরভাগই স্কুলছাত্রী। আহতেরা কাবুলের হাসপাতালে চিকিত্‍সাধীন।

শনিবার কাবুলের দস্ত-এ-বারচি অঞ্চলে সৈয়দ উল শুহাদা স্কুলের সামনে বিস্ফোরণটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের প্রবেশদ্বারের সামনেই রাখা ছিল গাড়িটি। সদ্য ছুটি হওয়ায় সেখানে তখন ছাত্রীদের ভিড়। সে সময়েই বিস্ফোরণ!

আহত ছাত্রী ও অন্যদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এর পাশাপাশি নিহতদের শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় প্রশাসন। রবিবারও বহু মানুষ স্কুলের দেওয়ালে টাঙানো তালিকায় প্রিয়জনের নাম খুঁজতে থাকেন।

গত এপ্রিলে আমেরিকা জানায় ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সেনা সরানো হবে। সেই ঘোষণার কয়েক দিনের মধ্যে কাবুলে ফের বিস্ফোরণে উদ্বিগ্ন আফগান প্রশাসন।

Latest articles

Related articles