“অক্সিজেন অন হুইলস”-ফোন করলে বাড়িতে অক্সিজেন, অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

319292-18267727510226086202881843367577446276142556n

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পরার সাথে সাথে শুরু হয়েছে দেশজুড়ে অক্সিজেনের আকাল প্রানবায়ুর অভাবে অনেকের প্রাণ যাচ্ছে। এই পরিস্থিতিতে অক্সিজেন জোগানের চ্যালেঞ্জ নিয়ে পথে “অক্সিজেন অন হুইলস”। রাজ্য সরকারের অভিনব উদ্যোগ। “অক্সিজেন অন হুইলস” অর্থাৎ গাড়ি করে অক্সিজেন পৌঁছে দেওয়া হবে রোগীদের কাছে। লিভার  ফাউন্ডেশন, কোভিড কেয়ার নেটওয়ার্ক ও রাজ্য সরকারের উদ্যোগে এই পরিষেবা। এসএসকেএম হসপিটাল থেকে শুক্রবার এই উদ্যোগের সূচনা হয়।

উদ্যোক্তারা জানিয়েছেন , 7044041010 এবং 7044041015 এই দুটি নম্বরে ফোন করলে অক্সিজেন পরিষেবা মিলবে। দুটি অ্যাম্বুলেন্সে থাকছে মোট আঠেরোটি অক্সিজেন কনসেনট্রেটর। পরিষেবা চালু হওয়ার পর থেকেই আসছে অজস্র ফোন। এই পরিষেবা অনেক মুমূর্ষ রোগীকে শান্তি দেবে বলে আশা করাই যায়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর