কলকাতাসহ দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘন্টা ভারী বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অফিস

এনবিটিভি ডেস্কঃ করোনার আবহে ঘরবন্দি অবস্থাতেই স্বস্তি মিলছে বঙ্গবাসীর। শহরের সকাল শুরু মেঘাচ্ছন্ন হালকা বৃষ্টি দিয়ে। বইছে ঝোড়ো হাওয়াও। ঘূর্ণাবতের জেড়ে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ-কাল দুদিনই হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, জানাল আলিপুর আবহাওয়া দপ্তর।

আবহাওয়া অফিস থেকে আরও জানান হয় যে, বিহার সংলগ্ন উত্তরপ্রদেশের একটি ঘূর্ণাবতের কারণেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। ফলে সৃষ্টি হয়েছে ভারী মেঘ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণাতে আগামী ৪৮ ঘন্টা বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির ও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। উভয়ই স্বাভাবিকের থেকে কিছুটা কম। জলীয় বাষ্পের পরিমাণ ৯০ শতাংশ বেশি বাতাসে।

Latest articles

Related articles