রোগাক্রান্ত শিশু নিয়ে উদ্বেগ দুর্গাপুরে,ভুল ইঞ্জেঙ্কশন দেওয়া নিয়ে বিতর্ক

দুর্গাপুর মহকুমা হাসপাতালে বিভিন্ন রোগের উপসর্গ নিয়ে ভর্তি একাধিক শিশু। শুক্রবার ইনজেকশন দেওয়ার পর বেশ কিছু শিশু অসুস্থ হয়ে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে।

শনিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে অসুস্থ শিশুদের দেখতে আসেন বিজেপি নেতা চন্দ্র শেখর বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি হাসপাতালে এসে হাসপাতালে রোগী কল্যাণ সমিতির দিকে গাফিলতির আঙ্গুল তুলেন। তিনি জানিয়েছেন অসুস্থ শিশু পরিবারের সদস্যরা লাগাতার তাদের সাথে যোগাযোগ রেখেছেন এবং তারাও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে যোগাযোগ করছেন। তিনি বলেন শুক্রবারে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা তার পরিবারের সাথে হলেও তিনি উত্তেজিত হয়ে পড়তেন। তবে শিশুদের ভুল ইনজেকশন দেওয়ার ঘটনায় যেভাবে হাসপাতালে পরিবেশ উত্তেজনার সৃষ্টি হয়েছিল সেই পরিবেশ যাতে আর না হয় চিকিৎসকদের কাছে সেই আবেদন করেছেন তিনি।

Latest articles

Related articles