মালদা মেডিকেল কলেজ সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার সকালে ওই এলাকার এক চা বিক্রেতা অজ্ঞাত বৃদ্ধার দেহ পড়ে থাকতে দেখেন মেডিকেল কলেজ সংলগ্ন ন্যায্য মূল্যের একটি ওষুধের দোকানের পাশের রাস্তায়। এরপরই খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধার বয়স আনুমানিক ৭০ বছরের কাছাকাছি। তবে ওই বৃদ্ধার নাম পরিচয় জানা যায় নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়ে থাকতে পারে অজ্ঞাত ওই বৃদ্ধার।