কর্ণাটক বিধানসভায় কংগ্রেস বিধায়কদের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি বিধায়কদের

এনবিটিভি, ওয়েব ডেস্ক: কর্ণাটক বিধানসভায় কংগ্রেস বিধায়কদের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি বিধায়কদের। সাসপেন্ড হলেন ১০ বিজেপি বিধায়ক। ঘটনার সূত্রপাত রাজ্য সরকারের বিনামূল্যে চাল দেওয়ার প্রকল্প নিয়ে বিবাদ। বিধানসভা ভোটের প্রচারে কংগ্রেস ঘোষণা করেছিল, ক্ষমতায় এলে বিনামূল্যে মাসে ১০ কেজি করে চাল দেবে। এক মাস চাল দেওয়ার পরই সরকার টাকা দেওয়া শুরু করেছে। ৩৭ টাকা কেজি হিসাবে ৩৭০ টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা শুরু হয়। সরকারের বক্তব্য, কেন্দ্র প্রয়োজনীয় চাল দিচ্ছে না। চাল পাওয়া গেলে ফের রেশনে দেওয়া হবে। বিজেপির দাবি, মোটামুটি মানের চালও ৩৭ টাকা কেজি দরে পাওয়া যায় না। নগদ যদি দিতেই হয় তো ৫০ টাকা কেজি প্রতি দিতে হবে।

জানা গিয়েছেঅধ্যক্ষ ইউ টি কাদেরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে সুর চড়াল বিজেপি (BJP) এবং জেডিএস (JDS)। বিধানসভা সচিবের কাছে অনাস্থা নোটিস দিয়েছে বিজেপি এবং জেডিএস। সই করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এবং এইচ ডি কুমারস্বামীও।

কংগ্রেসেরঅভিযোগ, অধ্যক্ষ দলিত সম্প্রদায়ের মানুষ। বিজেপি তাঁকে অসম্মান করেছে।

Latest articles

Related articles