জৈদুল সেখ, বহরমপুর: আধার কার্ড প্রতিটা মানুষের প্রয়োজনের একটি জিনিস হয়ে দাঁড়িয়েছে। ব্যাংক থেকে শুরু করে যে কোনও অফিসে কাজ করতে গেলে আধার কার্ড প্রমাণ আবশ্যিক করে দিয়েছে সরকার।
বহরমপুর ব্যারাক স্কোয়ার এর পাশে পোস্ট অফিসের প্রধান কার্যালয় মঙ্গলবার গভীর রাত থেকে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে আধার সংশোধন করতে এসেছেন বহু মানুষ। হরিহরপাড়া থেকে আধার সংশোধন করতে এসে জানান, রাতে জেগে লাইন দেয়ার পর এখনো পর্যন্ত আধারের কাউকে পাওয়া গেল না। এই সময় কোন সাংসদ বিধায়ক পঞ্চায়েত প্রধান ও প্রশাসনের কোনো সাহায্য পাচ্ছেন না তারা।
তারা জানাচ্ছেন, যদি প্রতিটি জায়গায় পোস্ট অফিসে আধার কার্ড সংশোধন করতে সুযোগ পাওয়া যেত তাহলে হয়তো এই ভোগান্তির শিকার হতে হতো না। এবং যেখানে সরকার আধার কার্ড জরুরি বলে ঘোষণা করেছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন। তিনি জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখেন সকাল থেকেই দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে বহরমপুর পোস্ট অফিসের প্রধান কার্যালয়ের সামনে কিন্তু বেলাতে বিশৃঙ্খলা সৃষ্টি সৃষ্টি হয় মানা হচ্ছিলোনা কোন কোভিড দূরত্ব বিশৃংখলা সৃষ্টি হতেই বহরমপুর থানার আইসি নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী পোস্ট অফিসের সামনে উপস্থিত হয়। জনসাধারণকে আবেদন করা হয়, প্রতিদিনই আধার কার্ড সংশোধনের জন্য কুপন দেয়া হবে। ফলে সুষ্ঠুভাবে লাইনে দাঁড়িয়ে কুপন সংগ্রহ করুন পুলিশ আসার পরে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়।