শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে চিতা বাঘের হামলা,জখম ১

শিলিগুড়িঃ শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে চিতা বাঘের হামলা। সূত্রের পাওয়া খবর অনুযায়ী বাগডোগরা বিমানবন্দরে পেরিসেবল কার্গোতে আচমকাই এক মহিলার উপর হামলা করে চিতাবাঘটি। মহিলা বাগডোগরা বিমানবন্দরের পেরিসেবল কার্গোতে ঘাস কাটছিলেন। জখম মহিলার নাম শশীকলা রাই।

স্থানীয়রা জখম শশীকলা রাইকে তড়িঘড়ি উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা। দীর্ঘ কয়েক ঘন্টা ধরে চিরুনি তল্লাশি করেও বনকর্মীরা খুঁজে পায়নি চিতাবাঘটিকে।

Latest articles

Related articles