
সম্প্রতি পেহেলগাঁও কাণ্ডে নিহত কলকাতার বিতান অধিকারীর স্ত্রী সোহিনী রায় শেষপর্যন্ত ভারতের নাগরিকত্ব অর্জন করেছেন। শনিবার, ১০ মে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, কেন্দ্র সরকার তাকে নাগরিকত্ব প্রদান করেছে। তিনি বলেন, “সোহিনী অনেক আগে নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন, যা ভারত সরকার মঞ্জুর করেছে।”

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত হন বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী। বিতানের মৃত্যুর পরে সোহিনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হয়। বিতানের দাদা দাবি করেন, সোহিনী বাংলাদেশি নাগরিক এবং তাঁর পরিচয়পত্র নিম্নমানের। এমনকি তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানান। কিন্তু শনিবার নাগরিকত্ব পাওয়ার ফলে এসব বিতর্কের সমাপ্তি ঘটল।