
অক্ষয় তৃতীয়ার দিনে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মন্দির তৈরি নিয়ে বিতর্কের মুখে পড়তে হয় মাননীয় মুখ্যমন্ত্রীকে। অভিযোগ ওঠে, পুরীর জগন্নাথ মন্দির থেকে নিম কাঠ চুরি করে দিঘার মূর্তি বানানো হয়েছে।

এই নিয়ে ওড়িশা সরকার তদন্ত শুরু করে। তবে পরে ওড়িশা সরকার জানান, চুরির অভিযোগ ভুল। জানা গিয়েছে পুরীর নয়, ভুবনেশ্বর থেকে কাঠ আনা হয়েছিল দিঘার জগন্নাথ মন্দির তৈরির জন্য।

মঙ্গলবার মুর্শিদাবাদের সভায় এই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “আমাকে বলেছিল, আমি কাঠ চুরি করেছি! এখন তারাই বলছে কিছু চুরি হয়নি।”
মুখ্যমন্ত্রী জানান, দিঘায় ৫০০ নিম গাছ লাগানো হয়েছে, আরও ১০০ টা লাগানো হবে।