এনবিটিভি, ওয়েব ডেস্ক: মধ্যপ্রদেশে যেই আদিবাসী যুবকের মুখের উপর প্রস্রাব করেছিল এক বিজেপি কর্মী প্রবেশ শুক্লা, সেই যুবককে বৃহস্পতিবার সকালে ভোপালে মুখ্যমন্ত্রীর বাসভবনে ডেকে পা ধুইয়ে দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং ক্ষমাও চাইলেন। জানা গিয়েছে, তাকে সঙ্গে নিয়ে ভোপালের একটি পার্কে বৃক্ষরোপণও করেন তিনি।
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বললেন “আমি খুবই দুঃখিত। দাষ্মান্তজির পা ধুইয়ে তাঁর যন্ত্রণা ভাগ করার চেষ্টা করেছি। সেই সঙ্গে ক্ষমাও চাইছি তাঁর কাছে। কারণ সাধারণ মানুষই আমার কাছে ঈশ্বর।”