এনবিটিভি,আসানসোল: আসানসোলের বাজার এলাকায় জিটি রোডের পাশে হেড পোস্ট অফিসে শনিবার আধার কার্ড তৈরি নিয়ে তুলকালাম কান্ড ঘটে। ডাক কর্তৃপক্ষের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে, এদিন আধার কার্ড তৈরির জন্য ফর্ম দেওয়া হবে। এরই পরিপ্রেক্ষিতে দুপুর বেলায় অস্বাভাবিক ভিড় জমে যায় পোস্ট অফিস চত্বরে ।
দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফর্ম দেওয়ার কথা ছিল। কিন্তু ভিড় দেখে ডাক কর্তৃপক্ষ পুলিশ ডাকতে বাধ্য হন। এরপর ফর্ম বিতরণ বন্ধ করে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে তুলকালাম কান্ড ঘটে আসানসোল হেড পোস্ট অফিসে।