
অবশেষে দাঙ্গার আশঙ্কাই সত্যি হল। ঔরঙ্গজেবের সমাধি ভাঙ্গাকে কেন্দ্র করে মহারাষ্ট্রের নাগপুরে সংঘর্ষে জড়াল দুই গোষ্ঠী।
গত শুক্রবার নাগপুরে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল, ঔরঙ্গজেবের সমাধি গুঁড়িয়ে দেওয়ার দাবিতে একটি মিছিলের আয়োজন করে। সূত্র মারফত খবর, মিছিলে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরান’শরিফ পোড়ানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দুই গোষ্ঠীর সংঘর্ষে শোনা যাচ্ছে অন্তত ৩০জন আহত হয়েছেন। গ্রেফতারের সংখ্যা ৫০এর মতো। ঘটনার পর নাগপুর শহরের একাধিক এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা অনুযায়ী কারফিউ জারি করা হয়েছে।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘ছাওয়া’ সিনেমায় চিত্রিত ঔরঙ্গজেবের চরিত্রকে কেন্দ্র করে হিন্দুত্ববাদীদের প্রশ্রয়ে দেশজুড়ে শুরু হয়েছে তুমুল মুসলিম-বিদ্বেষ। নাগপুরের ঘটনা তারই জলন্ত প্রমাণ।