উত্তর প্রদেশের ঘটনার বিরুদ্ধে আসানসোল কর্পোরেশন মোড়ে কংগ্রেসের বিক্ষোভ

উজ্জ্বল দাস, আসানসোল: উত্তর প্রদেশের ঘটনার বিরুদ্ধে আসানসোলের কর্পোরেশন মোড়ে বিক্ষোভ দেখাল কংগ্রেস।সোমবার কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ দেখিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুতুল দাহ করা হয়।

জানা গিয়েছে, উত্তর প্রদেশে আন্দোলনরত কৃষকদের উপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গাড়ি চালিয়ে কৃষকদের হত্যা করেছে।এর পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতার করা হয়েছে। সেই ঘটনার বিরুদ্ধে এদিন কর্পোরেশন মোড়ে কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ দেখিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুতুল দাহ করা হয়। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতন্ডী, শাহ আলম সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

Latest articles

Related articles