দিল্লীঃ সহমতের ভিত্তিতে নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন কাম্য! তার মানে এটা নয় তাঁর প্রজনন অধিকারকেও লঙ্ঘন করতে হবে। এই মন্তব্য করে এক ব্যক্তির জামিন খারিজ করেছে দিল্লির একটি আদালত। অভিযুক্তের বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ এবং জোর করে ভ্রূণ হত্যার অভিযোগ রয়েছে।
পুলিশের কাছে তরুণীর অভিযোগ, ‘অভিযুক্ত তাঁকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করেছেন। এবং জোর করে তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন। একাধিকবার তাঁকে ধর্ষণ এবং ভ্রূণহত্যা করতে বাধ্য করা হয়েছে। চতুর্থবার যখন তিনি সন্তানসম্ভবা হয়ে পড়েন তখন অভিযুক্ত তাঁর উপর নির্যাতন শুরু করে। তাতেই তিনি বাধ্য হয়েছেন পুলিশে অভিযোগ জানাতে।
এই মামলায় বিচারক বিশাল গোগনের পর্যবেক্ষণ, “অভিযুক্ত ওই তরুণীকে যৌন নিগ্রহের পাশাপাশি তাঁর প্রজনন অধিকার খর্ব করেছেন। প্রজনন অধিকার এক মহিলার বাঁচার অধিকার এবং ব্যক্তি স্বাধীনতার অঙ্গ ” ।