সুরজিৎ দাস, নদীয়া: জয়ের পরেও মিটলোনা তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব।তৃণমূল কংগ্রেসের জয়লাভের পরেও অভিযোগ উঠলো সিপিএমের কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়ে ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি শুভাশীষ দাশ হারানোর চেষ্টা করেছিল তৃণমূল প্রার্থীকে। “তিনি দুশ্চরিত্র এবং রাজনৈতিক দালাল”এমনই বেশ কিছু পোস্টার আজ সকালে লক্ষ্য করেন শান্তিপুর শহরের 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা ।
অভিযোগের ভিত্তিতে রাতে অন্ধকারে ওই ওয়ার্ডের ডাকঘর মোড় তামাচিকা মোড়ে হাতে তৃণমূলের পতাকা নিয়ে শতাধিক তৃণমূল কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। ওই পোস্টার গুলিতে লেখা আছে” শুভাশীষ দাস সিপিআইএম দলের কাছ থেকে টাকা খেয়ে তৃণমূল প্রার্থী কৌশিক প্রামানিক কে হারানোর চক্রান্ত করেছিল”, এমনকি তাকে ব্যক্তিগতভাবে আক্রান্ত করে দুশ্চরিত্র আখ্যায়িত করা হয়। আর পোষ্টারের নিচে 12 নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেস লেখা আছে। কিন্তু তৃণমূলের একাংশ কর্মী এর বিরোধিতা করে।
ক্ষোভে ফেটে পড়ে গোটা ওয়ার্ডের তৃণমূল কর্মীরা, তারা পোস্টার গুলি ঘিরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখায়।যদিও ওই ওয়ার্ডের তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি মিন্টু প্রামানিক বলেন,” ঘটনা অত্যন্ত নিন্দনীয়, এরসাথে দলের কেউ যুক্ত নয়।ঊর্ধ্বতন নেতৃত্ব কে জানিয়েছি বিষয়টি তবে দুষ্কৃতীদের শাস্তি হওয়া প্রয়োজন”। অন্যদিকে মহিলা সংগঠনের পক্ষ থেকে পরিষ্কারভাবেই বলা হয় দলের একাংশ যুক্ত এর সাথে।