করোনা পরিস্থিতিতে রক্তের সমস্যা মেটাতে AIMA সংগঠেনের আমতা ইউনিটের ফতেপুরে অনুষ্ঠিত হলো রক্তদান

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201004-WA0157

সাইফুদ্দিন মল্লিক : দেশজুড়ে কোভিড পরিস্থিতি ব্লাড ব্যঙ্ক গুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে। সেই সংকট মেটাতে এবার গোটা রাজ্য জুড়ে আইমা রক্তদান শিবিরের আয়োজন করেছে, আজ থেকে দুই মাস পূর্ব মেদিনীপুর জেলার মাতঙ্গিনী ব্লকে প্রথম রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখান থেকে সংগঠনের কর্ণধার পীরজাদা সৈয়দ রুহুল আমিন ভাইজানের নির্দেশে গোটা রাজ্যে এখনও পর্যন্ত প্রায় ১০০ টি রক্তদান শিবির হয়ে গেছে। আজ আইমা অমতা ইউনিটের পক্ষ থেকে ফতেপুরে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। হাওড়া জেলাতে ২৫টি ব্লাড ক্যাম্প কর্মসূচির, এটা পাঁচতম সম্পূর্ন হলো।

AIMA-এর আহ্বানে ব্লাড সংগ্রহ করেন কলকাতার SSKM হাসপাতাল। ৪০ জন দাতা ব্লাড ডোনেট করেন। এদিনের রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন, সংগঠনের সর্বভারতীয় সম্পাদক পীরজাদা সৈয়দ রুহুল আমিন ভাইজান, কেন্দ্রীয় নেতৃত্ব প্রফেসর তিমির সিনহা, জেলা সেক্রেটারি হাজী জামসেদ সাহেব, হাওড়া জেলার পর্যবেক্ষক খাইরুল হাসান ও আনিসুর রহমান, জেলা সেক্রেটারি কিরমানী কাজী, হাফিজুর রহমান ,আব্দুল মোল্লা ,সাজিদ গাইন প্রমুখ। রাহুল কাজী, গোলাম মোর্তজা,আব্বাস মল্লিক, ও আফসার ভাই। বিশিষ্ট অতিথি স্বামী প্রভানন্দ মহারাজ।

AIMA সুপ্রিমো রুহুল আমিন বলেন, “করোনা মহামারীতে রক্তের সঙ্কট চলছে দেশজুড়ে, এমন অবস্থাতে মানুষের জীবন বাঁচাতে আইমা সংগঠন সমগ্র রাজ্য জুড়ে, রক্তের বন্ধন কর্মসূচি গ্রহণ করেছে। যেখানে রক্তের অভাব হবে আইমা টিম তৈরি আছে ব্লাড ক্যাম্প করার জন্য।” স্বামী প্রভানন্দ মহারাজ বলেন, আইমার ব্লাড ক্যাম্প মানবতার অন্যতম শ্রেষ্ঠতম।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর